শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেক্সিকোর আর্থিক প্রতিষ্ঠান থেকে ১২৯ কোটি টাকা পাচার করেছে হ্যাকাররা

 ১৭ মে,  রয়টার্স:  মেক্সিকোর তিনটি ব্যাংকসহ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৫ দশমিক ৩৩ মিলিয়ন ডলার পাচার করেছে হ্যাকাররা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২৯ কোটি ৭৪ লাখ ৮৯৫ টাকা। ভুয়া অর্ডারের মাধ্যমে পাঁচটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয়। গতকাল বুধবার লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য থেকে হ্যাকাররা নগদে কী পরিমাণ অর্থ তুলতে পেরেছে সেটা পরিষ্কার নয়। ব্যাংক অব মেক্সিকো’র গভর্নর আলেজান্দ্রো ডিয়াজ দে লিওন বলেন, কীভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে তা এখনও কর্তৃপক্ষের কাছে এক রহস্য।

 

 

তিনি বলেন, গত এপ্রিলের শেষ দিকে এই ঘটনা শনাক্ত হয়। ভুয়া অর্ডার দিতে হ্যাকাররা ব্যাংকগুলোর পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে তিনি বলেছেন, তিনটি ব্যাংক, একটি ব্রোকার এবং একটি ক্রেডিট ইউনিয়নে এমন ঘটনা দেখা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ