শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বেনাপোলের কাঁচা বাজার থেকে ৪ কেজি সোনার বার উদ্ধার

বেনাপোল সংবাদদাতা : যশোরের সীমান্তবর্তী পোর্ট থানার বেনাপোলের কাঁচা বাজার থেকে শুক্রবার সকালে ৩ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৩৪ টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনা পাচারকারীরা বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে পাচার করবে।
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য ল্যান্স নায়েক আব্দুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল কাঁচা বাজার এলাকায় অভিযান চালালে একজন লোক একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
প্যাকেট টি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্য থেকে ৩৪ টি সোনার বার পাওয়া যায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ৩৪ টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত সোনার বার গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ