বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রায়গঞ্জে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর লিখিত অভিযোগ

রায়গঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে রায়গঞ্জে একটি ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর আবাসিক এলাকায় প্রায় ৩০ বিঘা ধানী জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর আত্মীয় একটি নতুন ইটভাটা গড়ে তুলছে। এদিকে ওই ইটভাটা থেকে ৫০ মিটার দূরে জয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়ানপুর উচ্চ বিদ্যালয়,জয়ানপুর মক্তব মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও ৩০০ মিটার দূরে আটঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে নতুন ইটভাটা গড়ে উঠলে স্কুল গ্রামী শিক্ষার্থীদের রাস্তায় চলাচলে চরম ভোগান্তি পৌহাতে হবে। স্থানীয় এক কৃষক অভিযোগ তুলে বলেন, এই ইটভাটা চালু হলে ৪ গ্রামের প্রায় ১০০০ বিঘা জমির ফসল চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এর প্রতিকার চেয়ে গত ২৪/০৪/২০১৮ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
অপরদিকে ইউনিয়নের জয়ানপুর, দরবস্ত ও পৃব আটঘরিয়া গ্রামে শীতল পাটি প্রসিদ্ধ শিল্প এর পক্ষ থেকে ইটভাটা বন্ধের দাবীতে আরেকটি লিখিত অভিযোগ করেছে। সেখানে উল্লেখ্য করা হয়েছে জয়ানপুর গ্রামে যদি ইটভাটা চালু হয় তাহলে আমাদের ৭শ পরিবারের উপর প্রভাব পড়বে। সেই সাথে বন্ধ হয়ে যাবে এই শিল্পীদের কাজ। এব্যাপারে ধানগড়া ইউপি চেয়ারম্যান বলেন আমার এক নিকট তম আত্মীয় নতুন ইটভাটা গড়ে তুলছে তবে এখন ইটভাটা কাজক্রম বন্ধ আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ