শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই বাড়িতে ডাকাতি

সিলেট ব্যুরো : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। গত সোমবার মধ্যরাতে গ্রামের খালেদ আহমেদ ও ঘিলাছড়ার মাইজভাগের আব্দুল মন্নানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।  ১২/১৫ জনের মুখোশ পড়া অস্ত্রধারী একটি ডাকাতদল উভয় বাড়িত গেইট ভেঙ্গে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়।
ডাকাতির শিকার মাইজভাগ গ্রামের আব্দুল মান্নানের পরিবার জানান, সোমবার রাত অনুমান আড়াইটার দিকে ডাকাত দল বাড়ির গেইটের তালা ভাঙ্গে। শব্দ পেয়ে বাড়ির একজন পুরুষ সদস্য বের হলে ডাকাতরা নিজেদের পুলিশের লোক বলে ঝাপটা দিয়ে আব্দুল মান্নান ও তার ভাইকে বন্দুকের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। বাধা অবস্থায় তাদের নিয়ে বাড়ির শয়নকক্ষ গুলোতে ঢুকে অন্যান্যদের জিম্মি করে লুটপাট চালায়। বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান গৃহিণী আম্বিয়া বেগম। তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে খবর দিলে হৈচৈ পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। এ সময় আটক করা হয় ডাকাত দলের সদস্য নিজ ঘিলাছড়ার আজমল আলীর পুত্র ফরহাদকে। আশিঘর গ্রামের সাহেদ আহমদের এবং আব্দুল মান্নানের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। পলাতক ডাকাতদের আটক করতে অভিযান চলছে বলে জানান ফেঞ্চুগঞ্জ অঞ্চলের ডিএসবি অফিসার শফিকুর রহমান।

অনলাইন আপডেট

আর্কাইভ