বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গফরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা: গফরগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছে।
সম্প্রতি উপজেলার পাগলা থানাধীন পাগলা পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
ঘটনার পর ঘাতক খায়রুলের (৩২) বাবা আনোয়ার ও মা পারুল আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৫৫)। সে একই গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, বাড়ির পাশের সম্পত্তি নিয়ে পাগলা পশ্চিমপাড়া গ্রামের আনোয়ার মিয়ার সাথে প্রতিবেশি নয়ন ও তারা মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ দরবারও হয়। এ অবস্থায় গতকাল দুপুরে আবারো দুই পক্ষের ঝগড়া শুরু হলে নয়ন মিয়ার পক্ষের লোকজন গুড়া মরিচের পানি নিক্ষেপ করে প্রতিপক্ষ আনোয়ার মিয়ার লোকজনের উপর। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার মিয়ার ছেলে খায়রুল ইসলাম লোহার খুন্তি দিয়ে পিটিয়ে ও বটি দা দিয়ে কুপিয়ে নয়নের চাচাতো ভাই আব্দুল জলিলকে হত্যা করে। ঘটনার পর পরেই ঘাতক খায়রুল ও তার ভাই এমদাদ পালিয়ে গেছে।
উপজেলার পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থেকে হামলা ও সংঘর্ষ হয়। এতে এক ব্যক্তি নিহত হয়েছে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ