বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নাটোরে আবারও ক্লিনিক কর্মী অপহৃত ঃ পণ দিয়ে মুক্তি

নাটোর সংবাদদাতা: বড়াইগ্রামে মাত্র দ্ইু মাসের মাথায় আবারও শরিফুল ইসলাম (৩৬) নামে এক ক্লিনিক কর্মী অপহৃত হয়েছে। অপহরণের ১০ ঘন্টা পর ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি। সোমবার সকালে বনপাড়া বাজার থেকে তাকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এর আগে গত ১০ মার্চ মাসে একই ক্লিনিকের ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান স্বাধীন (৪৩) একই ভাবে অপহৃত হন। প্রায় দুই মাস পার হলেও তার কোন সন্ধান মেলেনি। জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শরিফুল বনপাড়া বাজারের জিরো পয়েন্টে দুলাল হোটেলে নাস্তা শেষে বের হলে রাস্তায় দাঁড়ানো মাইক্রোবাসের আরোহীরা একটি কাগজে লেখা ঠিকানা দেখিয়ে সেটি কোথায় জানতে চায়। শরিফুল কাছে এসে ঠিকানা দেখার জন্য কাগজটি দেখতে থাকলে তাকে দুইজন মিলে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত চলে যায়। পরে তার চোখ বেধে অজ্ঞাত স্থানে নিয়ে শরিফুলের মোবাইল দিয়ে তার স্ত্রীর নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে ০১৭০৭৪৮১৯২১ নম্বরে ১০ হাজার, ০১৯৭১২২১০৭১ নম্বরে ৬ হাজার এবং ০১৭৪০৪০৮৩০৪ নম্বরে ১৪ হাজার টাকা দিলে রাত ৮টার সময় লালপুর উপজেলার গোপালপুর বাজারের কাছে অপহরণকারীরা চোখ বাধা অবস্থায় তাকে ফেলে রেখে যায়।
পরে পথচারীদের সহযোগিতায় সেখান থেকে বাড়িতে ফোন করলে স্বজনরা গিয়ে তাকে নিয়ে আসেন। এ বিষয়ে জানতে চাইলে বুধবার শরিফুল ইসলাম বলেন, টাকা-পয়সা দিয়ে হলেও কোন রকমে ছাড়া পেয়েছি। অপহরণকারীদের চিনতেও পারিনি, তাছাড়া মামলা করে আবার কোন বিপদে পড়বো সেই ভয়ে আছি। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি।

অনলাইন আপডেট

আর্কাইভ