শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

নিম্ন আয়ের মানুষের বাসা ছোট তবে আশা বড় -ড. কাজী খলীকুজ্জামান আহমদ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : সম্প্রতি তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর খেলার মাঠে সমৃদ্ধি কর্মসূচি ভুক্ত বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ ও পিকেএসএফ’র সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের বাসা ছোট তবে তাদের আশা অনেক বড়। তাদেরকে উন্নতির শিখরে পৌছাতে হলে দেশ প্রেমিক ও নিয়ম-নীতির ভিতরে আনতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে তৃণমূলে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো আরো দীর্ঘস্থায়ী হত। পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির সহায়তায় শক্তি ফাউন্ডেশন এর বাস্তবায়নে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম (পি.এইচ.ডি.)। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি এম. তাফাজ্জল ইসলাম। প্রধান আলোচক ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশন এর উপ-পরিচালক মাহফুজুর রশিদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এবং মজিদ পুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার। উপস্থিত ছিলেন, ড. জাহেদা আহমদ, নির্বাহি ম্যাজিষ্ট্রেট অরবিন্দ বিশ্বাস ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন উর রশিদ প্রমুখ। এর আগে দরিদ্রদের চিকিৎসা সেবা-ঔষধ বিতরন ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  তিতাস উপজেলার লালপুরে উন্নয়ন কর্মসূচি সমৃদ্ধি বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

অনলাইন আপডেট

আর্কাইভ