শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কোপা আমেরিকায় খেলবে জাপান কাতার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে ২০১৯ সালের কোপা আমেরিকায় অংশ নেবে ১২টি দেশ। দক্ষিণ আমেরিকার দশটি দেশের সঙ্গে খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে জাপান ও কাতারকে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার প্রথমবারের মতো অংশ নেবে কোপা আমেরিকায়। জাপান এর আগে এই টুর্নামেন্টে খেলেছিল ১৯৯৯ সালে। আগের আসরের মতো ২০১৯ কোপা আমেরিকাও ১৬ দল নিয়ে আয়োজনের কথা ভাবা হয়েছিল। পর্তুগাল ও স্পেনের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করছিল দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। কিন্তু শুক্রবার এক ঘোষণায় তারা জানায়, ১৬ নয় ১২ দল নিয়েই হবে এবারের কোপা আমেরিকা। ১৯৯৩ সালের পর প্রথমবার এই আয়োজনে থাকছে না উত্তর আমেরিকার কোনো দল। ২০১৯ সালের কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার শেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয় চিলি। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউটে হারায় তারা।

 

অনলাইন আপডেট

আর্কাইভ