শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ বাড়ছে টাইগারদের

স্পোর্টস রিপোর্টার : ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা খেলা হয়নি বাংলাদেশের। প্রতিবেশি দেশটির সাথে বিগত দিনের সেই অচল প্রায় অবস্থা এবার বোধ হয় কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে দুই দেশের  ক্রিকেট বোর্ড।আসছে বছরগুলোতে  কোহলিদের বিপক্ষে মাশরাফি, সাকিবদের বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হচ্ছে।  গেল সপ্তাহে ভারতে বসেছিল আইসিসি সভা। সভা শেষে ঢাকা ফিরে গতকাল বৃহস্পতিবার  সাংবাদিকদের এ তথ্য দিলেন বিসিবি সিইও নিজাম  উদ্দিন চৌধুরী সুজন। তবে বিষয়টি এখনও মৌখিক, লিখিত নয়। তাই এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি দিতে পারলেন না। তবে ইতিবাচক ইঙ্গিতই দিলেন। দঅতীতে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো ছিল আগামীতে তার চেয়ে বেশি হবে।’ নিশ্চিত না হলেও জানা গেছে আগামী দুই বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভারতের বিপক্ষে তিনিটি সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত ৬টি টেস্ট সিরিজ খেলেছে। তবে এর মধ্যে পাঁচটি সিরিজই বাংলাদেশের মাটিতে হয়েছে। এছাড়া দু’দল এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। খেলেছে ৮টি টি-২০।

অনলাইন আপডেট

আর্কাইভ