বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রামের চকবাজার থেকে তিন সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে ছিনতাইয়ের সময় ৩ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় ১টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি, ২ টি ককটেল এবং ১ টি ছুরি উদ্ধার হয়েছে।
 র‌্যাব ৭ সূত্রের খবর,সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় র‌্যাব-৭, চট্টগ্রাম পেশাদার ছিনতাইকারীদের ধরতে ব্যাপক গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় গুলজার টাওয়ার এর সামনে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। এ  সংবাদের ভিত্তিতে  ২৮ এপ্রিল সন্ধ্যায়  অতিঃ পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ এর নেতৃত্বে র‌্যাবের একটি   দল সেখানে  অভিযান পরিচালনা করে ছিনতাই করার সময়   মোঃ সাইফুল ইসলাম (২৩), পিতা-মোঃ শাহ আলম, রসুলবাগ আবাসিক এলাকা,    হাসান মোঃ ফাহিম (২১), পিতা-মোঃ বেলাল, সৈয়দ শাহ রোড, সিটি কর্পোরেশন হাসপাতাল মাঠ,   মোঃ সাকিব (২১), পিতা-মোঃ ইলিয়াছ, রসুলবাগ আবাসিক এলাকা, এ ব¬ক, সর্ব থানা-চকবাজার, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে   আটককৃতদের তল¬াশী করে ১টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি, ২ টি ককটেল এবং ১ টি ছুরি উদ্ধার করা হয়। উলে¬খ্য যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায়হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ