শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

অবিলম্বে দৈনিক আমার দেশ-এর প্রকাশনা অব্যাহত ও মাহমুদুর রহমানের উপর নির্যাতন বন্ধ করতে হবে

দৈনিক আমার দেশ-এর প্রকাশনা বাতিল ও ষড়যন্ত্রমূলক মামলায় ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং তাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশবরেণ্য ১৫ জন বুদ্ধিজীবী, রাজনীতিক, কবি, লেখক, সাংবাদিক। একই সঙ্গে তারা এক যৌথ বিবৃতিতে মাহমুদুর রহমানের উপর নির্যাতন বন্ধ এবং অনতিবিলম্বে তাকে মুক্তি প্রদান, সাংবাদিক-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশ এর প্রকাশনা অব্যাহত রাখার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন ভাষাসৈনিক আবদুল মতিন, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. তালুকদার মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, বিশিষ্ট চিন্তাবিদ, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রাজিয়া আক্তার বানু, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবু আহমেদ, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, কবি আল মুজাহিদী, অধ্যাপক জেড এম তাহমিদা বেগম, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান এবং কবি আবদুল হাই শিকদার। বিবৃতিতে তারা বলেন, ‘বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালনকারী দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনা সর্ম্পূণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পত্রিকাটির প্রকাশককে গোয়েন্দা দফতরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য করা, পত্রিকাটির ডিক্লারেশন বাতিল, কোনো রকম গ্রেফতারি পরোয়ানা ছাড়াই মাহমুদুর রহমানের গ্রেফতার ও নির্যাতন কোনো নির্বাচিত সরকারের আমলে এক নজিরবিহীন ন্যক্কারজনক ঘটনা। তারা আরো বলেন, পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে সরকার পত্রিকার সংশ্লিষ্ট সাতশ'র বেশি সাংবাদিক-কর্মচারিকে বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে পৃথক মামলা দায়ের করে পুলিশ দিয়ে তাদের হয়রানি করার পথ বেছে নিয়েছে। একটি নির্বাচিত সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ কোনও ভাবে কাম্য হতে পারে না। কিছুদিন আগে চ্যানেল ওয়ান বন্ধের পর এবার আমার দেশ-এর প্রকাশনা বন্ধের ঘটনা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, সরকার ফ্যাসিবাদী কায়দায় ভিন্নমত স্তব্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। অগণতান্ত্রিক ও অসহিষ্ণু মানসিকতার পরিচয় দিয়ে মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে। শুধু তাই-ই নয়, এসব কর্মকান্ডের মাধ্যমে সরকার দেশের ১৫ কোটি মানুষের তথ্য জানার অধিকারকেও পদদলিত করছে। তারা বলেন, একটি নির্বাচিত সরকার পরমতসহিষ্ণুতা, মতপ্রকাশের ও সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকার পুরোপুরি অস্বীকার করে ভিন্নমতের কণ্ঠরোধের পথ বেছে নেয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা বলেন, মনে করি এই ঘটনা দেশে গণতন্ত্রের চর্চা ও নির্বাচিত সরকারের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করবে। তারা দৈনিক আমার দেশ বন্ধ ও এর ভারপ্রাপ্ত সম্পাদককে অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ