বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

‘মামলায় জিতলে পাকিস্তানের সঙ্গে খেলতেই হবে ভারতকে’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-ভারতের সিরিজ নিয়ে দ্বন্দ্ব নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হয়েছে। মামলা প্রসঙ্গে এই কমিটির সিদ্ধান্ত যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণাও দিয়েছে পিসিবি। তবে বিরোধে জিতলে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজকে এফটিপির আওতায় আনতে বলেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সম্প্রতি আইসিসির সভা শেষে পিসিবি চেয়ারম্যান জানান এফটিপিতে সই করেছে পাকিস্তান। তবে কিছু শর্তসাপেক্ষে। শর্ত প্রসঙ্গে নাজাম শেঠি জানান, ‘আমরা সাফ জানিয়েছি, যদি বিরোধ নিষ্পত্তির এই কমিটি আমাদের পক্ষে রায় দেয়। তাহলে ভারতকে নতুন এফটিপির আওতায় আমাদের বিপক্ষে অবশ্যই খেলতে হবে।’ শেঠি জানিয়েছেন, তিনি শর্তসাপেক্ষে সই করেছেন আইসিসির সভায়। আর কলকাতার এই সভাতে নতুন এফটিপিকে একটি কাঠামোতে আনা হয়েছে। তবে এই সূচিতে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচগুলো রাখা হয়নি। ২০১৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হয়েছিল সমঝোতা চুক্তি। যদিও তা মানেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ক্ষতিপূরণ দাবিতে ইতোমধ্যে মামলা করে বসে আছে পিসিবি। যার আর্থিক মূল্য ৭০ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় প্রায় ৫৯০ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।

অনলাইন আপডেট

আর্কাইভ