শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মালদ্বীপে নিউ রেডিয়েন্ট ক্লাব আবাহনী ম্যাচ কাল

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপে গ্রুপ লড়াইয়ের ফিরতি ম্যাচ খেলতে মালদ্বীপ গেছে আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব। জয়ের প্রত্যাশা নিয়েই ঢাকা ছেড়েছে দলটি। পরবর্তী রাউন্ডে উঠার সম্ভাবনা নেই বলেই চলে। এখন প্রত্যাশা অবশিষ্ট ম্যাচগুলোতে ভাল ফলাফল অর্জন। ঢাকায় ভারতের ক্লাব আইজলের সঙ্গে ড্র করায় এএফসি কাপে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা শেষ আবাহনীর। বাকি দুই ম্যাচ থেকে এখন একটি জয় বা ড্রয়ের তৃপ্তি নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা শেষ করতে চায় এএফসি কাপের মিশন। মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের সঙ্গে ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার, বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে নিজেদের মাঠে নিউ রেডিয়েন্টের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী। এ মুহূর্তে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে নিউ রেডিয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে নিয়ে দ্বিতীয় বেঙ্গালুরু এফসি। আবাহনীর পয়েন্ট ৪। গ্রুপের চতুর্থ দল আইজল এফসির পয়েন্ট ১। সমীকরণ মেলা কঠিন হলেও টিটু আশা ছাড়ছেন না। ইতিবাচক মানসিকতা নিয়েই সোমবার মালদ্বীপ গেছে আবাহনী। দলের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘আমাদের লক্ষ্য ভালোভাবে টুর্নামেন্ট শেষ করা। যেহেতু আমাদের পরের রাউন্ডে যাওয়া কঠিন, বলতে গেলে নাই বললেই চলে। তারপরও সামনের ম্যাচগুলোতে সর্বোচ্চটুকু পাওয়ার আশা করছি। মানে জয়ই আশা করছি। নিজেদের মাঠে আমরা আইজলকে হারাতে পারিনি। কিন্তু তাদের মাঠে জিতেছিলাম। রেডিয়েন্টের কাছেও আমরা নিজেদের মাঠে হেরেছি। কিন্তু ফিরতি লেগে তাদের মাঠে ইতিবাচক কিছু পাওয়ার আশা আছে।’

নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলের চোট সমস্যা দুর্ভাবনায় ফেলেছে টিটুকে। তবে নতুনদের নিয়েও আশাবাদী কোচ। “নাসির ও সোহেল অনুশীলন করছে না। তবে ওরা টিমের সঙ্গে যাবে, দেখা যাক খেলতে পারে না। তবে যারা নতুন সুযোগ পাবে, তাদেরও সুযোগ থাকবে মেলে ধরার। ওরা শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছে, তো ওদের বিপক্ষে ভালো কিছু পেতে হলে আমাদের কঠিন লড়াই করতে হবে। আইজল দলটা ভালো তাদেরকে কিন্তু আমরা তাদের মাঠেই হারিয়েছিলাম। দেখা যাক, ছেলেরা এবার কতটা পারে।”

অনলাইন আপডেট

আর্কাইভ