শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পূর্বাচলে হবে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম -পাপন

স্পোর্টস রিপোর্টার : ঢাকার পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অপেক্ষা শুধু জমি পাওয়ার। সরকার থেকে জমি পেলেই পুরোদমে কাজ শুরু করবে বিসিবি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পূর্বাচলে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম নির্মাণের জন্য তারা প্রস্তুত। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ স্টেডিয়ামটির নামকরণ করা হবে। কলকাতায় আইসিসির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেছেন, ‘আমরা এটা বিশ্বসেরা হওয়ার জন্য করতে চাই। স্টেডিয়ামটি হবে বাংলাদেশ ক্রিকেটের উৎকর্ষতার কেন্দ্র। এর ধারণক্ষমতা হবে কমপক্ষে ৫০ হাজার।’ বাংলাদেশের আধুনিক এই স্টেডিয়ামটি নির্মাণের জন্য এখনো জমি বরাদ্দ পায়নি বিসিবি। জমি পেলে দ্রুতই কাজ শুরু করে  দেবে তারা। তিনি বলেন, ‘আমরা জমির জন্য অপেক্ষা করছি। যত তাড়াতাড়ি জমি পাবো, ততো তাড়াতাড়ি কাজ শুরু করে দেব। এটা বাংলাদেশের  সেরা ভেন্যু হবে।’ নতুন এ স্টেডিয়াম নির্মাণে  দেড় থেকে দুই বছর লাগবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ হলেও মিরপুরে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
মিরপুর থেকে ওই অর্থে ক্রিকেট সেন্টার সরিয়ে নেয়া হবে না বলে জানিয়েছেন পাপন, ‘সেরকম কিছু নয়। আমাদের কাছে আরেকটি বিকল্প থাকবে। মিরপুর খুবই পুরোনো। এখানে অনেক কিছু পরিবর্তন করতে হবে। নতুন  স্টেডিয়াম হবে একেবারেই আধুনিক ও মূল আকর্ষণ। কিন্তুমিরপুরেও ম্যাচ অনুষ্ঠিত হবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ