বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে টি-টুয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপের পর আইসিসি'র সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। গেল বছর আয়োজিত হয়েছে এর শেষ আসর। সম্ভবত এটিই ছিল চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসর। কারণ ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসি'র ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) এই টুর্নামেন্টটি কোন জায়গা পায়নি। চার বছর পর পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে সেসময় টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।এক সপ্তাহ ধরে কলকাতায় চলছে আইসিসি'র সভা। বৃহস্পতিবার শেষ দিনে সংস্থাটির বোর্ড মিটিংয়ে অনুমোদিত হয়েছে এফটিপি। সেখানেই দেখা গেছে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০১৭ সালের পর এই আসরটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না। এর ফলে টানা তিন বছর তিনটি বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের পর ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। পরের বছরই আবার সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ আয়োজিত হবে। আইসিসি'র সদস্যদের সমর্থনেই চূড়ান্ত হয়েছে এই এফটিপি।  ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ