শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দ.আফ্রিকায় আমন্ত্রিত জিম্বাবুয়ে পাকিস্তান শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাবে জিম্বাবুয়ে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ সময় প্রোটিয়ারা প্রতিপক্ষের সঙ্গে সব মিলিয়ে পাঁচটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ৯টি টি-২০ খেলবে। গতকাল সোমবার এক ঘোষণার মাধ্যমে এমনটি জানায় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রোটিয়ারা প্রতিবেশি দেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের মাধ্যমে মৌসুমটি শুরু করবে। পরে একই প্রতিপক্ষে বিপক্ষে সমান ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। পরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করবে। এ সময় দু’দল তিনটি টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-২০ খেলবে। সর্বশেষ লঙ্কানরা সফরে এলে দুটি টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-২০ খেলবে স্বাগতিক দেশটি।

অনলাইন আপডেট

আর্কাইভ