শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শ্রীনগরে কোলাপাড়া খালের পাইপ স্থাপনের পরিবর্তে ব্রীজ চেয়ে মানববন্ধন

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন ও রাঢ়ীখাল ইউনিয়নের সর্বস্তারের জনগনের এক দাবী পদ্মা যশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের অধীনে নির্মানাধীন রাস্তায় কোলাপা[ড়া খালের পাইপ স্থাপনের পরিবর্তে ব্রীজ চেয়ে গত ২০ এপ্রিল বিকাল ৫ টায়, পদ্মা যশলদিয়া খালের পাশে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, এই খালের সাথে পদ্মা, ইছামতী নদীর সাথে সংযোগ সাখা খাল, এই খালদিয়ে পানি আসে, এখান দিয়ে ব্রীজ না হলে আমাদের ধানি জমি পানি পাবোনা। শুধু তাই নয়, এই দুই ইউনিয়নের মাঝে নৈ চলাচল বন্ধ হয়ে যাবে। এই সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা, হাজী মজিবুর হাওলাদার, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম মোড়াল, মদক নিয়ন্ত্রনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোলাপাড়া ইউ.পি. মহিলা সদস্য নাদিয়া আক্তার মুনি, মোতালেব মেম্বার, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ মোঃ হাসেম হাওলাদার ,  হাবিবুর রহমান হাওলাদার, কইয়ুম হাওলাদার,রফিকুল ইসলাম ঢালী,মোঃ ফারুক শেখ, মোঃ স্বাধীন, মোঃ দিদার, রুবেল হোসেন,নাছিরসহ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ