শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কবিতা

বিষের দ্রবণ

আমিন আল আসাদ

 

মুহূর্তের পানপাত্রে ক্রমাগত ঝড়ের লবণ

শুধুই চোরাগুপ্তা কালো যন্ত্রণার অনুপ্রবেশ

সময়ের পাকস্থলী-ভয়াবহ বিষের দ্রবণ

রংধনু রং ফিকে বিবর্ণ মলিন গিলাফ

 

এখন প্রতিটি মুহূর্ত যেনো শরীর থেকে কেটে

নেয় মাংশ টুকরো টুকরো করে। এখন অস্থির 

বুক মানে স্তব্ধ হতে চায় হৃদপিন্ড। ক্ষীণ হয়ে

যায় অস্তিত্বের ভিত। ত্বকের মোড়কে অগ্নিস্রোত-

 

প্রচন্ড লু হাওয়া। এখন অপেক্ষা মানেই ঝিম

ধরেছে মাথা আর কাঠ কাটে কাঠ পোকা কুরুত

কুরুত। করাতের কর কর শব্দে বিরক্তির উত্থান

ব্যর্থতা-ক্রোধের তুফান ভন ভন লাট্টু ঘোড়ায়

 

এখন বেঁচে থাকা মানে শরীরে সেঁধিয়ে যাওয়া

উত্তপ্ত শিক। মরে যাওয়া মানে হাবিয়া দোজখ।

 

 

জীবন রঙমহলে

নাবিল তুরাব

 

চোখের পাতার নিচে চলেছে যে পথ, চুলের প্রান্ত ছেড়ে গেছে যে সুখ

তারই নিচে তোমাদের আমোদপ্রমোদ

চুরি হওয়া স্বপ্ন যে কাঁচকলায় হারায়, যতসব কাহিনী সুতোয় জমে

আমাদের রঙমহলে তাদেরই পাই

যে নদী শুকিয়ে যায়, যে ঘাস জন্মে না দ্বিতীয় বার

ওদেরই কোলে রাখি দুরূহ সব বঞ্চনা

বিজয়ের কথা ভুলে, কবিতাকে দূরে রেখে

চলো যাই অভিমানে কবিতাহীন দেশে।

 

লোডশেডিং

সোলায়মান আহমাদ জয়

 

নির্বাক হয়ে দেখেছি,

অজস্র আগ্রাসী চোখের লোডশেডিং,

কত সাগর ডুবেছে জলে;

বৃক্ষের আঘাতে ভেঙেছে বাবুইয়ের স্বপ্ন,

ছনপাতার ছাউনিতে উড়েছে বৈশাখী বেলা!

 

দেখেছি টেবিলে সাজানো লাশের ছবি

কালোর কাছে সভ্যতার কারাবন্দি

কাগজে মোড়ানো সম্মান আর খ্যাতি

প্রতিভা বালুচরে কেঁদেছে, রাজউৎসবে প্রীতি!

 

রাজপথের ক্ষুধা মিটাতে দেখেছি

রক্তপানে মিটেছে তৃষ্ণা

সাজানো লাশের সভা'র সাথে বাবুইয়ের ভাঙা ডানা!

অনলাইন আপডেট

আর্কাইভ