বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মালাগাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ পর জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ইসকো ও কাসেমিরোর গোলে মালাগাকে হারিয়েছে জিনেদিন জিদানের দল। রোববার রাতে পয়েন্ট টেবিলের তলানির দলটিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। ঘরের মাঠে গত রোববার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হারে রিয়াল। তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চারে ওঠে তারা। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও লুকা মদ্রিচকে বিশ্রাম দেওয়ার পাশপাশি মার্সেলো ও টনি ক্রুসকে বেঞ্চে রেখে মালাগার মাঠে একাদশ সাজান কোচ জিদান। ২৯তম মিনিটে ২০ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান ইসকো। ৬৩তম মিনিটে পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বেনজেমার পাস পেয়ে শট নিতে পারতেন ইসকো; কিন্তু আরও নিশ্চিত হতে বাড়ান ডান দিকে ছুটে আসা কাসেমিরোকে। অনায়াসে বাকি কাজটুকু সারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ৮৬তম মিনিটে বাঁ-দিক থেকে আক্রমণে ওঠা বেনজেমার পাস ছয় গজ বক্সে পেয়ে দুর্বল শটে সুযোগ নষ্ট করেন সের্হিও রামোস।

যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মালাগার স্বান্ত¦নাসূচক গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান। ৩২ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬৭। চতুর্থ স্থানে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৬৫। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

অনলাইন আপডেট

আর্কাইভ