বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

চাঁদপুরে ১৫৬৯ জনের প্রাথমিক বৃত্তি লাভ

চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুর জেলায় ৫ শ’ ৬৫ জন ট্যালেন্টপুলে এবং ১ হাজার ৪ জন সাধারণ গ্রেডেসহ মোট  ১ হাজার ৫ শ’ ৬৯ জন প্রাথমিক বৃত্তি পেয়েছে। 

গতকাল সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হয়। 

চাঁদপুর সদর উপজেলায় ১০৫ জন ট্যালেন্টপুলে এবং ১ শ’ ৭৮ জন সাধারণ গ্রেডেসহ মোট ২ শ’ ৮৩ জন; কচুয়া উপজেলায় ৮৮ জন ট্যালেন্টপুলে এবং ১ শ’ ২৯ জন সাধারণ গ্রেডেসহ মোট ২শ’ ১৭ জন; হাজীগঞ্জ উপজেলায় ৮১ জন ট্যালেন্টপুলে এবং ১ শ’ ৪১ জন সাধারণ গ্রেডেসহ মোট ২ শ’ ২২ জন; হাইমচর উপজেলায় ২৬ জন ট্যালেন্টপুলে এবং ৩৯ জন সাধারণ গ্রেডেসহ মোট ৬৫ জন; শাহরাস্তি উপজেলায় ৫০ জন ট্যালেন্টপুলে এবং ১ শ’ ৩৫ জন সাধারণ গ্রেডেসহ মোট ১ শ’ ৮৫ জন; ফরিদগঞ্জ উপজেলায় ৯৩ জন ট্যালেন্টপুলে এবং ১ শ’ ৪৭ জন সাধারণ গ্রেডেসহ মোট ২ শ’ ৪০ জন; মতলব দক্ষিণ উপজেলায় ৪৭ জন ট্যালেন্টপুলে এবং ৯৪ জন সাধারণ গ্রেডেসহ মোট ১ শ’ ৪১ জন; মতলব উত্তর উপজেলায় ৭৫ জন ট্যালেন্টপুলে এবং ১ শ’ ৪১ জন সাধারণ গ্রেডেসহ মোট ২ শ’ ১৬ জন প্রাথমিক বৃত্তি পেয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ