শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেসি-সুয়ারেসের গোলে হার এড়াল বার্সা

স্পোর্টস ডেস্ক :  ম্যাচের শেষ সময়ে দুই গোল শোধ করে হার এড়াল উজ্জীবিত বার্সেলোনা। লা লিগায়  বার্সেলোনা শনিবার রাতে সেভিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে। ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ডিফেন্ডারের ভুলে অতিথিদের জালে বল পাঠান অরক্ষিত ফ্রাঙ্কো ভাসকেস। ৫০তম মিনিটে ব্যবধান বাড়ায় সেভিয়া। এভার বানেগার বুলেট গতির শট টের স্টেগেনের মুখে লেগে ফিরলে পেয়ে যান লুইস মুরিয়েল। কলম্বিয়ান ফরোয়ার্ডের নিখুঁত শট পোস্টে লেগে খুঁজে পায় ঠিকানা। উসমানে দেম্বেলের জায়গায় মাঠে নামেন লিওনেল মেসি। 

তাতে বাড়ে বার্সেলোনার আক্রমণের ধার। ৬০তম মিনিটে সুয়ারেসের শট ব্যর্থ হয় পোস্টে লেগে। একের পর এক আক্রমণ গড়ে বার্সেলোনা। হাতছাড়া হতে থাকে একের পর এক সুযোগ। গতিশীল প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় সেভিয়া। অবশেষে ৮৮তম মিনিটে সাফল্য পায় বার্সেলোনা। কর্নার থেকে বল পেয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান সুয়ারেস। 

পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেসি।  বাকি সময়ে প্রচ- চাপ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি বার্সেলোনা। তিন পয়েন্টের আশা জাগানো সেভিয়া মাঠ ছাড়ে ১ পয়েন্ট নিয়ে। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৬৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

অনলাইন আপডেট

আর্কাইভ