শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইপিএল খেলতে ভারতে মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার : আইপিএলে অংশ নিতে ভারত গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলের ১১তম আসর শুরু হবে ৭ এপ্রিল। এবারের এই আসরে অংশ নিতে গতকাল বিকেলে ভারত গেছেন মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘ভারত যাচ্ছি। সময় এখন আইপিএলের। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে যোগ দিতে তর সইছে না।’ আগের দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। এবার খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২ কোটি ২০ লাখ রূপিতে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রূপি। ৭ এপ্রিল উদ্বোধনী দিনেই মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। ২০১৬ সালে ১৬ ম্যাচে মাঠে নেমে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। তার বোলিংয়ে ভর করে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তিনি হন আইপিএলের নবম আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। পরের মৌসুমে মাত্র ১ ম্যাচ খেলেন তিনি। ২.৪ ওভার করে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কেমন কী করেন সেটাই দেখার বিষয়।

অনলাইন আপডেট

আর্কাইভ