শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বেনাপোল সীমান্তে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর ও দৌলতপুর সীমান্তে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটকরা হলো রঘুনাথপুর গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে নুর ইসলাম (৫০)কে ১০ কেজি গাঁজা এবং ভোলা সদরের ফরিদ উদ্দিনের ছেলে মোঃ সাগর হোসেন (২২) ও বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে একলাছ (১৯)কে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর আসে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা এনে মজুদ করছে। এ ধরনের সংবাদে বেনাপোলের দৌলতপুর ও রঘুনাথপুর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
বেনাপোল রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ ১০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ