শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খেলোয়াড়দের আচরণের পরিবর্তন চায় আইসিসি

 

স্পোর্টস ডেস্ক : ভদ্র লোকের খেলা ক্রিকেট নিয়ে দুশ্চিন্তায়  আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সম্প্রতি বল টেম্পারিং, নিদাহাস ট্রফিতে বিরুদ্ধ আচরণ ও দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ঘটনায় বিদ্যমান আচরণবিধি নিয়ে ভাবতে বাধ্য হয়েছে সংস্থাটি। তাই আচরণবিধির সংস্কার চায় আইসিসি। বল টেম্পারিংয়ের চলমান অপরাধকে দ্বিতীয় মাত্রা হিসেবেই ধরা হয়ে আসছে। একে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনায় রাখছে সংস্থাটি। 

কিন্তু বিষয়গুলো আরও পরিষ্কার ভাবে উত্থাপন করতে চাইছে তারা। এমনকি শাস্তির মাত্রা নিয়েও কঠোর হওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ ডিমেরিট পয়েন্ট সিস্টেম অত বড় করে হয়তো এসব ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিরুৎসাহিত করছে না। 

চলমান উত্তপ্ত পরিস্থিতি বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করছে বলে মনে করেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তিনি বলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে খেলোয়াড়দের অসংযত আচরণ দেখছি। যেমন সেøজিং, অশালীন ভাষা, আম্পায়ারের সঙ্গে বিরুদ্ধ আচরণ। এমনকি নিদাহাস ট্রফিতে মাঠ ত্যাগ করার মতো ঘটনাও দেখেছি। সর্বশেষ বল টেম্পারিং। সব কিছুই আমাদের এপ্রিলের সভায় এজেন্ডা হিসেবে রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ