শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তালতলীতে দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত

তালতলী (বরগুনা) সংবাদদাতা: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালতলীতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার তালতলীর চামোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদেরকে তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চামোপাড়া গ্রামের ইঙ্গুল আলী হাওলাদার ও ছাদেম আলী হাওলাদার এ দু’ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গতকাল ইঙ্গুল হাওলাদারের ছেলে নিজাম তার দুলাভাই লতিফ ফরাজীর বাড়ির সামনের টিউবয়েলে পান আনতে গেলে ছাদেম আলী হাওলাদরের লোকজন তাকে মারধর করে। এ ঘটনায় ইঙ্গুল হাওলাদারের লোকজন রামদা,ছ্যানাও লাঠি-সোটা নিয়ে ছাদেম আলী হাওলাদারের বাড়িতে হামলা করলে তারাও রামদা,ছ্যানা,লাঠি-সোটা নিয়ে পাল্টা হামলা করে। এতে উভয় পক্ষে ঘন্টাব্যপী সংঘর্ষ চলে। সংঘর্ষে ইঙ্গুল হাওলাদারের গ্রুপের নিজাম, নুরু মিয়া,আঃ লতিফ, মনোয়ারা ও মরিয়ম এবং ছাদেম আলী হাওলাদারের গ্রুপের আল-আমীন, হোসেন ও কামাল গুরুতর আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। তালতলী থানার এস আই আব্দুল্লাহ আল মামুন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি,আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

অনলাইন আপডেট

আর্কাইভ