শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাঙামাটিতে ছাত্রী সংস্থার ৭ জন আটক

সংগ্রাম ডেস্ক : রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামী ছাত্রী সংস্থার ৭ নেত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার মুসলিকব্লক এলাকায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শীর্ষনিউজ।
আটকরা হলেন- ওই এলাকার রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামায়াত নেতা ওসমান গণির স্ত্রী মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮), রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকার মোছা. শাহানাজ (২৭), লক্ষ্মীপুরের মোছা. নাছিমা আক্তার (৩০), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার মোছা. মাহমুদা (২৯), ঢাকার বনশ্রীর মোছা. তাহসিনা ফাতিমা (২৪), চট্টগ্রামের সাতকানিয়ার মিহতাহুল জান্নাত (২১) ও চট্টগ্রামের চান্দগাও এলাকার মোছা. সাহিদা (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসবাদে এরা সবাই ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেত্রী বলে পুলিশকে জানিয়েছেন বলে জানান লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত ।
তাদের কাছ থেকে জিহাদী বইসহ সরকার বিরোধী বই ও প্রচারপত্র পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি রঞ্জন কুমার বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত রাবেতা মডেল স্কুলের শিক্ষক ওসমান গণি। নাশকতার পরিকল্পনায় তার বাসায় গোপন  বৈঠকের আয়োজন করা হয়েছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে সাত নারী নেত্রীকে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওসমান গণি পালিয়ে যায় বলে জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ