বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পেশোয়ারকে হারিয়ে ইসলামাবাদের দ্বিতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক : ফাইনালের আগে সাব্বির রহমানকে করাচিতে উড়িয়ে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানকে একাদশে রাখেনি পেশোয়ার জালমি। তারা হেরেছে ম্যাচও। পেশোয়ারকে ৩ উইকেটে হারিয়ে পিএসএলে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম দুই আসরের শিরোপা ভাগ করে নিয়েছিল এই দুই দলই। পেশোয়ার শিরোপা ধরে রাখার আর ইসলামাবাদ পুনরুদ্ধারের মিশনে রোববার রাতে করাচির ফাইনালে নেমেছিল। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। সর্বোচ্চ ৩৬ রান আসে ক্রিস জর্ডানের ব্যাট থেকে। লিয়াম ডসন ৩৩ ও আন্দ্রে ফ্লেচার করেন ২১ রান। ওয়াহাব রিয়াজ দশ নম্বরে নেমে ৬ বলে ৩ ছক্কায় ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যেটি পিএসএলে ১০ ও ১১ নম্বরে নেমে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর।২৫ রানে ৩ উইকেট নিয়ে ইসলামাবাদের সেরা বোলার স্পিনার শাদাব খান। সামিত প্যাটেল ও হুসেন তালাত নেন ২টি করে উইকেট।লক্ষ্য তাড়ায় ইসলামাবাদ পায় উড়ন্ত সূচনা। সাহিবজাদা ফারহানের সঙ্গে ৮.৫ ওভারেই ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েন লুক রনকি। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান মাত্র ২৬ বলে ৫ ছক্কা ও ৪ চারে খেলেন ৫২ রানের টর্নেডো ইনিংস। উদ্বোধনী জুটি ভাঙার পর অবশ্য ইসলামাবাদের ইনিংসে নাটকীয় ধস নামে। বিনা উইকেটে ৯৬ থেকে স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১৬, ২০ রানেই নেই ৬ উইকেট! তবে আসিফ আলীর ৬ বলে ৩ ছক্কায় অপরাজিত ২৬ রানের ‘ক্যামিও’তে ইসলামাবাদের শিরোপা নিশ্চিত হয়েছে ১৯ বল বাকি থাকতেই।‘ম্যান অব দ্য ম্যাচ’ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট- দুটি পুরস্কারই উঠেছে লুক রনকির হাতে।

অনলাইন আপডেট

আর্কাইভ