শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিরিয়ায় রুশ বিমান হামলা ৪২ বেসামরিক লোক নিহত

২৩ মার্চ, আনাদলু সংবাদ : বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় ৪২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। 

বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করা হোয়াইট হেলমেটের ডিরেক্টর মুস্তাফা হাজ ইউসুফ বলেন, বৃহস্পতিবার হারিম এলাকার একটি মার্কেট এলাকায় রাশিয়ান বিমান হামলায় অন্তত ৪২ জন বেসামরিক লোক নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েচে আরও ৭২ জন। হোয়াইট হেলমেটের উদ্ধারকর্মী বাহিনী হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের খেমেইমিম বিমানঘাঁটি থেকে একাধিক বিমান হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ইদলিব ও হামা প্রদেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কিছু এলাকায় টানা বিমান হামলায় এখন পর্যন্ত ৯৮ জন নিহত এবং আহত হয়েছে ১৩৪ জন।

২০১১ সালে বিদ্রোহীদের দমন শুরু করে আসাদ সরকার। পরবর্তীতে গৃহযুদ্ধে জড়িয়ে পড়লে এতে আসাদ সরকারের সাথে যোগ দেয় রাশিয়া। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছে সিরিয়া যুদ্ধে।

অনলাইন আপডেট

আর্কাইভ