শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ক্ষমা চাইলেন অমিতাভ

স্পোর্টস ডেস্ক: বলিউডের তারকা অমিতাভ বচ্চন ক্রিকেটের বাহিরের মানুষ। তবে ক্রিকেট খেলাকে ভীষণ ভালোবাসেন। ক্রিকেটের উত্তেজনাকর মুহূর্তের আবেগকে তিনিও তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে সবার সাথে অনুভূতিকে ভাগাভাগি করে নেন। তবে এবার ভুল তথ্য দিয়ে তিনি ক্ষমা চাইলেন ভারতের জাতীয় দলের খেলোয়াড় দিনেশ কার্তিকের কাছে। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ফাইনালে ওঠায়ও অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন এই তারকা। ওই টুইটে বাংলাদেশকে প্রশংসার বন্যায় ভাসিয়েছিলেন বর্ষীয়ান এই তারকা। নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে শেষ বলের নাটকীয়তায় হেরে যায় বাংলাদেশ। শেষ দুই ওভারে ২৪ রান লাগত জিততে। শেষ বলে জিততে পাঁচ রান দরকার ছিল, সেই বলে ছক্কা! অসাধারণ, অভিনন্দন।’বিপত্তিটা বেঁধেছে এখানেই। শেষ দুই ওভারে ২৪ নয়, ভারতের দরকার ছিল ৩৪ রান। নিজের ভুল বুঝতে কার্তিকের কাছে ক্ষমা চেয়েছেন এই তারকা। তিনি আবারও লেখেন, ‘আসলে দুই ওভারে ২৪ নয়, প্রয়োজন ছিল ৩৪ রান। কার্তিকের কাছে ক্ষমাপ্রার্থী।’

অনলাইন আপডেট

আর্কাইভ