শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

দুই আইরিশ অ্যাক্টিভিস্টকে পশ্চিম তীরে প্রবেশে বাধা ইসরাইলের

১৯ মার্চ, মিডল ইস্ট মনিটর : ফিলিস্তিনপন্থী দুই আইরিশ অ্যাক্টিভিস্টকে পশ্চিম তীরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই দুই অ্যাক্টিভিস্টের ইসরায়েলি বাহিনীকে হয়রানি করার পরিকল্পনা ছিল। ফিলিস্তিনি দৈনিক আল কুদসকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর খবরটি জানিয়েছে।

শুক্রবার ২৫ সহকর্মীসহ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান ওই দুই তুর্কি অ্যাক্টিভিস্ট। বিমানবন্দরে স্বাভাবিক নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হন তারা। এক পর্যায়ে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে, দুইজনকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়ার কারলে এর আগেও ওই দুই তুর্কিকে পশ্চিম তীরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ