বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

পাটকল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

খুলনা অফিস : বিজেএমসির প্রয়োজন নাই অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব পাটকল কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছে। গত রোববার বেলা ১১টার দিকে প্রতিটি মিল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা ক্রিসেন্ট মিল গেটে গিয়ে সমবেত হয়। সেখানে সম্মিলিতভাবে কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বিজেএমসি খুলনা জোনাল প্রধান গাজী শাহাদাৎ হোসেন, ক্রিসেন্ট জুটমিলের প্রকল্প প্রধান এ কে হাজারী, প্লাটিনাম জুটমিলের প্রকল্প প্রধান মো. শাহজাহান, খালিশপুর জুটমিলের প্রকল্প প্রধান শফিকুল ইসলাম,স্টার জুটমিলের প্রকল্প প্রধান ফজলুর রহমানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিজেএমসি জন্মলগ্ন থেকে দেশের সোনালী আঁশ খ্যাত পাট বিদেশে রপ্তানী করে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনসহ খেলাধুলা ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে। তাই বিজেএমসির বিলুপ্তি বা এ প্রতিষ্ঠানের সম্মান হানিকর কোন মন্তব্য অযৌক্তিক।

অনলাইন আপডেট

আর্কাইভ