বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় স্কুল ছাত্র তুর্যের উপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

খুলনা অফিস : গত শনিবার খুলনা জিলা স্কুলের ক্রীড়া শিক্ষক গাজী ফরহাদ কর্তৃক সপ্তম শ্রেণীর ছাত্র সৃজন বড়াল তুর্যের  উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে গত রোববার সকাল ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থী। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার রাতুল ও পরিচালনা করেন সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহমেদ। সাধারণ শিক্ষর্থীদের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে খুলনা বিভাগের এই সুনামধন্য স্কুলের বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম তুলে ধরেন বক্তারা। এসময় বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার সাধারণ শিক্ষর্থী অংশগ্রহণ করে। এসময় উপস্থিত সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন-খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, সাবেক ছাত্রনেতা আবুল কামাল কালাম, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর ছাত্রলীগের সহ সভাপতি ত্জমুল হক তাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মিয়া, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সরকারি আজম খান কমার্স কলেজ, সুন্দরবন কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, খুলনা জিলা স্কুল, খুলনা আলিয়া মাদরাসা, বি.কে স্কুল, হ্যানিমেন রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমখী উচ্চ বিদ্যালয়, নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনেক ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে মানববন্ধনে তাদেও বক্তব্য তুলে ধরেন। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ