শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তা থেকে দু’টি কম্পিউটার চুরি

খুলনা অফিস : খুলনা বিভাগীয় দরুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তা (অফিস কক্ষে) চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র সেরেস্তার ভেন্টিলেটর খুলে ভিতরে প্রবেশ করে দু’টি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে। পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে এজাহারভূক্ত আসামি মো. শাহজাহান সরদার (২৯) ও মো. সেন্টু শেখ (২৮) নামের দু’জনকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় সেরেস্তা সহকারী মো. মাজাহরুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন (নং-১৭)। বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম এ দু’জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তাছাড়া রিমান্ড আবেদনের শুনানী রোববার মার্চ দিন নির্ধারণ করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, গত ৮ মার্চ খুলনা বিভাগীয় দরুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তা কক্ষ তালাবদ্ধ করে ছুটিতে যান সেরেস্তা সহকারী। পরবর্তিতে ১১ মার্চ অফিসে এসে তালা খুলে দেখেন ভেতরের কাগজপত্র এলোমেলো ও অফিসের দু’টি কম্পিউটার নেই। তিনি বিষয়টি তাৎক্ষণিক ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফারসহ সংশ্লিষ্টদের অবগত করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ