শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কবিতা

এখানে বসন্ত আসে না

মোশাররফ হোসেন খান

 

ভোর হয় । দিন আসে নিদাঘ দুপুর

বৃক্ষের পাতা ঝরে। স্থবির বিমূঢ পুকুর।

 

থেমে যায় বাতাসের দাপাদাপি

ঘেমে ওঠে কৃষক। শুরু হয় বুকের কাঁপুনি!

মাঠটিও ধুধু। গরুগুলি কেমন নীরব - নিথর

                    কিষাণির বুক কাঁপে থর থর!

 

একান্ত নিজস্ব ভূষণে ¤্রয়িমাণ পিতা

মায়ের চোখদুটি কেমন ছলো ছলো

         ছোট মেয়েটির কেনা হয়নি ফিতা!

 

 

কোথায় গেল ঝুঁটিওয়ালা মোরগটি?

এ পাড়া -- ও পাড়া কত খোঁজে মা

তবুও পায় না তাকে! কী বিড়ম্বনা!

মাথায় দু,'হাত রেখে বসে পড়ে পিতা,

ভাবে- এ জীবনে আর হলো না জেতা!

 

কেবলই হারের পালা! ভারী হচ্ছে  --আরও ভারী

একটা জীবনেও দেয়া গেল না পাড়ি! ----

 

বৃক্ষের পাতাও নড়ে না। ঘুঘু -- শালিকে নেই হাসাহাসি

যেন কেউ কাউকে কখনো ভালো বাসে না, 

এমনি কাল! -----

             এখানে কখনো বসন্ত আসে না!...

 

 

 

বর্ণীল পথে

হাসান নাজমুল

 

জীবনের পথে পড়ে আছে অসংখ্য কাঁটা

হাঁটতে হাঁটতে কিছু কাঁটা বিঁধবেই;

পায়ের ভেতর থেকে অনর্গল বের হবে রক্ত

কখনো তাবৎ পথ হবে রক্তময়;

জীবনের পথ যেন রক্তপথ!

তবু হেঁটে যেতে হবে কৌতূহল নিয়ে,

সামনে কিছু তো আছেই;

দেখতে হবেই, থেমে থাকা নয়

বরং আরও গতি নিয়ে

সামনের পথটা পেরিয়ে

আবার তারও সামনের পথে যেতে হবে,

এ জীবনে দেখবার শেষ নেই

শুধু যেতে হয় বহুত বর্ণীল পথে,

হৃদয়ের শঙ্কা ঝেড়ে ফেলে-

কখনও কখনো নামতে হয় যোদ্ধার সাজে।  

অনলাইন আপডেট

আর্কাইভ