শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ডিআর কঙ্গোতে দুই গোষ্ঠীর সহিংসতায় নিহত ৩০

১৪ মার্চ, আল জাজিরা/রয়টার্স/এএফপি : আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিগত সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গত কয়েকদিনের সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে বলে এক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম । সরকারি হিসেবে নিহত ৩০ জন হলেও এই সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় নেতা জিন বসকো লালু বার্তা সংস্থাকে বলেন, ৪৮ ঘণ্টায় ইতুরি প্রদেশে হেমা ও লেন্দু এলাকার কৃষকদের মধ্যে সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে ফরাসি বার্তা সংস্থাকে এক সরকারি কর্মকর্তা জানান, তারা ৩০ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আরও অনেক লাশ জঙ্গলে রয়েছে। জুগুর উপ-প্রশাসক উইলি মেসে বলেন, রবিবার সহিংসতায় পুড়িয়ে দেওয়া হয় শত শত বাড়ি। গত ডিসেম্বরে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ১৩০ জন প্রাণ হারিয়েছেন। এই সহিংসতা থেকে বাঁচতে পালিয়েছেন হাজার হাজার মানুষ। শুধু উগান্ডাতেই পাড়ি জমিয়েছেন ২৭ হাজার জন। শুধু ফেব্রুয়ারিতে উগান্ডায় কয়েক হাজার কঙ্গোর নাগরিক পাড়ি জমিয়েছেন। তারা জানান, বন্দুকধারীরা অনেক বেসামরিককে হত্যা করেছে। পুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি।

অনলাইন আপডেট

আর্কাইভ