শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পূর্ব ঘৌতায় বিমান হামলায় নিহত আরও ৪২

১২ মার্চ, আল জাজিরা : সিরিয়ায় পূর্ব ঘৌতায় আসাদ বাহিনীর অব্যাহত বিমান হামলায় কমপক্ষে আরও ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় শহরগুলোর কাছাকাছি অবস্থান করছে। পূর্ব ঘৌতার কেন্দ্রীয় শহর দোমার একজন কর্মকর্তা রোববার জানান, ‘সিরিয়ার জোটবাহিনী পূর্ব ঘৌতায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।’ এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রোববার পূর্ব ঘৌতার মোদেইরা শহরটি আসাদবাহিনী ঘিরে রেখেছে। এ শহরটি পূর্ব ঘৌতার অন্যান্য এলাকার সঙ্গেও সংযুক্ত রয়েছে। এরআগে শনিবার রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার পূর্বে অবস্থতি মেজরাবা শহর সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নেয়।  সরকারি বাহিনীর হামলায় শুধু শনিবারেই চারজন শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এর সাথে অন্তত ২১৯ শিশুসহ মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০৩১ জনে। প্রায় ৪ লাখ অধিবাসির বসতি ঘৌতার মৃত্যুপুরীতে প্রায় সাড়ে চার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

অনলাইন আপডেট

আর্কাইভ