বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বিএনপির

স্টাফ রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১২ মার্চ, সোমবার জনসভায় ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি চালাচ্ছে বিএনপি। পুলিশের অনুমতি না পেলে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এদিকে একই দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামে জনসভা করবে দলটি। এছাড়া ৩১ মার্চ জনসভা হবে রাজশাহীতে। গতকাল শনিবার দুপুর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী জানিয়েছেন, সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে পুলিশের অনুমতি এখনও পাওয়া যায়নি।
তিনি বলেন, জনসভার অনুমতির ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। দেখা যাক, আজকে-কালকের দিন আছে। তিনি আরো বলেন, যখনই তারা (পুলিশ) বলবে অনুমতির কথা, আমাদের সকল প্রস্তুতি রেখেছি। বিশাল মানুষের ঢল হবে এই জনসভায়।
রিজভী বলেন, ১৫ মার্চ চট্টগ্রামে জনসভা হবে। ৩১ মার্চ জনসভা হবে রাজশাহীতে। অন্য বিভাগীয় শহরগুলোতে স্থানীয় নেতারা বসে দিন ঠিক করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ