শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ইন্দো-বাংলা কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার : শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম ইন্দো-বাংলা কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৮’। গতকাল  প্রতিযোগিতার উদ্বোধন হয়। আজ বুধবার থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিকরগাছার (যাশোর ২ আসন) সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। প্রতিযোগিতা চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কারাতে দল অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলে যশোর ও  পার্শ্ববর্তী জেলার কারাতেকাররা অংশ নিয়েছেন।ওয়ালটন প্রথম ইন্দো-বাংলা কারাতে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের দুটো দল অংশ নিয়েছে। দল দুটি হল জাপান কারাতে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ও টাইগার করাতে অ্যাসোসিয়েশন। দুটি দলের হয়ে ২৬ জন পুরুষ ও মহিলা কারাতেকার অংশ নিয়েছেন। এ ছাড়া ভারত থেকে ২ জন রেফারিও এসেছেন। বাংলাদেশ থেকে একটি দল ও বেশ কয়েকটি ক্লাবের হয়ে ৪০ জনের মতো কারাতেকার অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে রেফারি আছেন ৮ জন।ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলগত ইভেন্টও অনুষ্ঠিত হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ