বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

স্কুল হ্যান্ডবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার : ১২টি করে বালক ও বালিকা দল নিয়ে আজ শুরু হচ্ছে প্রাণ আরএফএল অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। ১২ দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো সেমিফাইনাল খেলবে। ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়অমে দুপুর সাড়ে বারোটায় স্কলাসটিকা উত্তরা ও সেন্ট গ্রেগরীজ স্কুলের বালক বিভাগের ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব নজিব আহমেদ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

টুর্নামেন্টের বালক বিভাগে খেলছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, হিড ইন্টারন্যাশনাল, সানিডেল, ধানমন্ডি টিউটেরিয়াল, স্কলাসটিকা মিরপুর, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, শহিদ পুলিশ স্মৃতি কলেজ, সেন্ট গ্রেগরীজ, বিএএফ শাহীন কলেজ ও স্কলাসটিকা উত্তরা। বালিকা বিভাগে খেলবে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজ, সানিডেল, বিএফশাহীন কলেজ, হিড ইন্টারন্যাশনাল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, সাউথ পয়েন্ট স্কুল, শহীদ বীর উত্তম আনোয়ার কলেজ, স্কলাসটিকা উত্তরা, ধানমন্ডি টিউটোরিয়াল ও স্কলাসটিকা মিরপুর। অনুর্ধ্ব ১৪ স্কুল পর্যায়ে হ্যান্ডবল ফেডারেমনের এটিই প্রথম টুর্নামেন্ট আয়োজন। ৭ মার্চ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল ফেডারেমনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এ সময় টুর্নামেন্ট কমিটির সম্পাদক আয়েশা জামান খুকি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ আরএফএলের ব্র্যান্ড ম্যানেজার ইউসুফ সিদ্দিকী আরাফাত উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ