শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সন্তানের চিকিৎসার জন্য দরিদ্র পিতার সাহায্যের আবেদন

নিছার উদ্দীন খান আযম, মণিরামপুর (যশোর) : মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের নির্মান শ্রমিক ইমান হকের একমাত্র পুত্র আলতাফ হোসেন (২২) রং মিস্ত্রির কাজ করে দরিদ্র পিতার সংসারে সহযোগিতা করতো। কিন্তু রং মিস্ত্রি আলতাফ এখন হাড় বিশেষজ্ঞ এমবিবিএস ডাঃ নজরুল ইসলামের তত্তাবধানে মণিরামপুর পৌর শহরে রোকেয়া ক্লিনিকে পঙ্গু হাওয়ার যন্ত্রনায় ছটফট করছে। পিতা ইমান হক জানান, গত ২৫ জানুয়ারি রং এর কাজ করতে গিয়ে ঝিকরগাছা উপজেলার লাউজানী এলাকায় তার পুত্রকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এত সে প্রাণে রক্ষা পেলেও তার ডান পা চাকার তলে পড়ে। তিনি দাবি করেন, পুত্রের ভাঙ্গা পায়ে আনেকটা পচন ধরেছে তাকে বাঁচানোর জন্য নির্মাণ শ্রমিকের কাজ করার পাশাপাশি দরিদ্র পরিবারে যা কিছু ছিল তা বিক্রি করে দিয়েছেন। এখন চিকিৎসকরা বলছেন তার সু-চিকিৎসার জন্য এখনো ২ লক্ষ টাকার বেশী লাগবে। একমাত্র সন্তানের জন্য তিনি সমাজের বিত্তবান-দানশীলসহ সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ব্যাংকে লেনদেন না থাকায় সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নং- ০১৮৮৩-৪৩৩৫৪৮ এবং যোগাযোগ সাহায্য প্রার্থী ইমান হক ০১৯৮০-৯৩৫৩৭৮।

অনলাইন আপডেট

আর্কাইভ