ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

অস্ত্র পরীক্ষার সময় গুলিতে পুলিশ সদস্য আহত

সংগ্রাম অনলাইন ডেস্ক: অস্ত্র পরীক্ষার সময় গুলি ছুটে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিবিএন-২ এর কনস্টেবল আহত হয়েছেন।তার নাম রহিমউদ্দিন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে ডিউটি পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে।

এসপিবিএন-২ সূত্রে জানা গেছে, ডিউটি পরিবর্তনের সময় নিয়মমাফিক অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমউদ্দিনের বুকের ডানপাশে লাগে। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রহিমউদ্দিনকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে।

এসপিবিএন-২ এর পুলিশ সুপার সেলিম খান বলেন, রহিমউদ্দিনকে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে। তাঁর শরীরে পিস্তলের গুলি লেগেছে। তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হতে পারে।

এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ