শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিরিজ শেষ ডি ভিলিয়ার্সের

স্পের্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। সে কারণে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলা হয়নি তার। শেষ তিন ম্যাচ খেললেও টি-টোয়েন্টি সিরিজের আগে আবারো ইনজুরিতে পড়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। সে কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তার আর খেলা হচ্ছে না। ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে বাম হাঁটুতে চোট পান তিনি। কিন্তু যেভাবে তিনি সেরে উঠবেন বলে প্রত্যাশা করেছিলেন, তেমনটি হয়নি। সে কারণেই তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।তার ইনজুরির বিষয়ে দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মেদ মোসাজি বলেন, ‘বাম হাঁটুর ইনজুরির কারণে এবি ডি ভিলিয়ার্স ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন না। পঞ্চম ওয়ানডেতে ব্যাটিং করার সময় তিনি হাঁটুতে চোট পান। সেই চোট নিয়েও তিনি শুক্রবারের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হন। কিন্তু শেষ ওয়ানডের পুরো ম্যাচ খেলার পর তার ইনজুরির অবস্থার আরো অবনতি হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ