শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি’র অনশন কর্মসূচি

ফুলবাড়ী (দিনাজপুর): সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দিনাজপুরের ফুবাড়ী থানা বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতির নেতৃত্বে অনশন কর্মসূচি

টাঙ্গাইল সংবাদদাতা: সাবেক প্রধান মন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার জেলা অফিস প্রাঙ্গণে অনশন কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, জেলা সেক্রেটারি এডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি নেতা এনামুল করিম শহীদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মৌলভীবাজার
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারে অনশন করতে পারিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে অনশন কর্মসূচি পালন করতে গেলে মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সোহেল আহম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নেতা কর্মীরাদের তারিয়ে দেয়।
অনশন কর্মসূচিতে নেতিত্বদেন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন,কামালপুর ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতির নেতৃত্বে গত বুধবার নিমতলা মোড় পার্টির কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ খোকন, থানা ছাত্রদলের সভাপতি মোঃ মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির রহমান চঞ্চল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক প্রমুখ।
সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় বিএনপির অনশন কর্মসূচি হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনশন কর্মসূচি শুরু হয়।
অনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এড.মজিবুর রহমান মুন্টু, পৌর সভাপতি দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল ফটিক, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সহ-সভাপতি মহিদুল ইসলাম। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি হিরাদুল ইসলাম প্রমুখ।
পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় ২০ দলীয় জোটের ৩য় দিনের অনশন কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গত বুধবার বিএনপি কার্যালয়ে ২০ দলীয় জোটের ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীরা অনশন কর্মসূচী পালন করেন। এসময় সাবেক সংসদ সদস্য নওগাঁ জেলা কৃষিবিষয়ক সম্পাদক মোঃ সামসুজ্জোহা খান এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করা হয়। এ অনসন কর্মসূচীতে সকলস্তরের নেতাকর্মীসহ শতশত জনতা উপস্থিত ছিলেন। অনশন কর্মসূচী শেষে দলীয় কার্যালয় থেকে র‌্যালি অনুষ্ঠিত হয়।
আমতলী (বরগুনা)
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমতলী উপজেলা বিএনপি বুধবার সকাল ১০ টায় দলীয় কর্যিালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এক অনশন কর্মসূচী পালন করে।
বরগুনা জেলা যুগ্ম সম্পাদক জালাল উপজেলা ফকিরের সভাপতিত্বে অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি মো: মতিয়ার রহমান, উপজেলঅ কমিটির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সম্পাদক কামরুজ্জামান হিরু, সাবেক পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আজিজ, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক জসিম উদ্দন হাওলাদার, উপজেলা বিবনেপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন, যুবদলের সভাপতি কবির উদ্দিন ফকির ও ছাত্র দলের সভাপতি আবু সাঈদ জুবেরী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ