বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সিলেট জেলা পরিষদের অর্থায়নে কলেজ ছাত্রী খাদিজার বাড়ির রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত

সিলেট ব্যুরো : সিলেট সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মোগলগাঁও ইউনিয়নের আউসা গ্রামের আউসা ব্রিজ থেকে সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাড়ি পর্যন্ত কাচা রাস্তার ইট সোলিং কাজ সমাপ্ত হয়েছে। রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান। সিলেট জেলা পরিষদের অর্থায়নে ৪ লক্ষ টাকা ব্যয়ে ১১শ’ ফুট দৈর্ঘ্য এই রাস্তার ইট সোলিংয়ের কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহি ট্রেডার্স। ফলক উন্মোচন শেষে সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, মৃত্যুর পথ থেকে ফিরে আসা সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে দেখতে তার বাড়িতে যান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বাড়িতে প্রবেশ করে খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। ভবিষ্যতে এ রাস্তা পাকা করে দিবেন বলে আশ্বস্ত করেন এই জনপ্রতিনিধি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া, জেলা পরিষদ সদস্য মো. শাহনূর, খাদিজার ভগ্নিপতি ও দৈনিক সংগ্রাম সিলেটের ব্যুরো প্রধান কবির আহমদ, জেলা পরিষদের উপ-প্রকৌশলী হাসিব আহমদ, মোগলগাঁও ইউপির ৬নং ওয়ার্ড সদস্য তাজিজুল ইসলাম জয়নাল, খাদিজা হত্যাচেষ্টা মামলার বাদী ও খাদিজার চাচা আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট মুরব্বি আশরাফ মিয়া, মতছির আলী প্রমুখ। ফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন আউসা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুকিত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। পরেরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসা চলাকালীন সময়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে সিলেট সদর উপজেলার আউসা গ্রামের সৌদী প্রবাসী মাশুক মিয়ার বাড়িতে ছুটে আসেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। তখন তিনি ঘোষণা দেন এই কাচা রাস্তার উন্নয়ন কাজ অচিরেই শুরু করবেন। ১৫ মাসের মাথায় রাস্তার কাজ শুরু হয়। গতকাল মঙ্গলবার কাজ শেষে ফলক উন্মোচনের মাধ্যমে এই রাস্তার উদ্বোধন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ