বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

এইচপি দলের সময় বাড়ানোর পরিকল্পনা বিসিবির

স্পোর্টস রিপোর্টার : আগামী মে মাসে শুরু হচ্ছে হাই পারফরমেন্স দলের কার্যক্রম। এ বছর থেকে হাইপারফরমেন্সে দলের সময় বাড়ানোসহ বেশ কিছু নতুন কার্যক্রমও হাতে নিয়েছে বিসিবি। ফলাফল যাই হোক, তবুও মাঠের খেলায় ব্যস্ত থাকার সুযোগ পাচ্ছেন মাশরাফি, সাকিবরা। উল্টো চিত্র জাতীয় দলের পাইপলাইন হাইপারফরমেন্স দলে। এ দলটি নিয়ে বড় উদাসীন বিসিবি। গেল বছর জুনে অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি একাদশের বিপক্ষে ওয়ানডে ও তিন দিনের ম্যাচের সবগুলোতেই জিতলেও আর ম্যাচ খেলার সুযোগ পায়নি হ্যালমটের শিষ্যরা। তবে, আগামী মে মাস থেকে হাইপারফরমেন্স দল নিয়ে নতুন পরিকল্পনা করছে বিসিবি। বিসিবির হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, মে মাস থেকে আমাদের প্রোগ্রাম শুরু। তারপরেও আমরা চেষ্টা করছি এইচপির প্রোগ্রামটা আরেকটু লম্বা করার। কারণ এই তিন মাসের প্রোগ্রামে ভালো ফল পাওয়াটা সম্ভব বলে আমি মনে করি না। তিন মাসের হাইপারফরমেন্স দলের সময় বাড়ানোর চিন্তুাও আছে বিসিবির।

অনলাইন আপডেট

আর্কাইভ