শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কলাপাড়ায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযান

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ও সাড়ে ছয় লক্ষ মিটার কারেন্ট জাল জব্ধ করেছে মৎস্য অধিদফতর ও কোস্টগার্ড রামনাবাদ কন্টিজেন্ট। গত রোববার বেলা দেড়টায় রামবাদ নদের ফেলাবুনিয়া এলাকায় যাত্রীবাহী লঞ্চ এমএল বরকত থেকে এসব মাছ আটক করা হয়। আর রামনাবাদ নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ ১০ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের উপস্থিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ পায়রা বন্দর স্থানীয় এতিমখান, মাদরাসাসহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড রামনাবাদ কন্টিজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন, নিয়মিত অভিযান চলাকালীন সময়ে রামনাবাদ নদে কারেন্ট জাল জব্দ করার সময় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আটক মাছ পায়রা বন্দর এলাকাসহ কলাপাড়া পৌর শহরের এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ