মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

বিসিবির হেড কোচ নিয়ে কোনো সুসংবাদ নেই

 

স্পোর্টস রিপোর্টার : শ্রীলংকা সিরিজের পরপরই শ্রীলংকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। তবে এর আগে দলের হেড পাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও মাইকেল বেভানকে নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু শ্রীলংকায় মার্চে অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতেও তাদের যেকোনো একজনকে পাওয়ার সম্ভাবনাও নেই। ক্রিকেট দলের হেড কোচ না পাওয়ার মূলত কারণ ,মনমতো কোচ না পাওয়াতেই।  বোর্ডেও হাতে একাধিক অপশন থাকলেও তারা দলকে নেতৃত্ব দিতে পারবেন না, জেনেই নিয়োগ দেওয়া হচ্ছে না। চন্ডিকা হাথুরূসিংহে যেমন নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যেমন সেরাটা  বের করে এনেছেন; ঠিক সেরকমই একজন কোচ চাইছে বিসিবি। গতকালও  বিসিবির কর্মকর্তা, পরিচালকরা বসেছিলেন কোচ নিয়ে নিজেদের ‘আপডেট’ জানাতে। কিন্তু কারও কাছ থেকেই ভালো কোনো সুসংবাদ পায়নি দল। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘একটা স্কুলে সব ধরনের টিচার থাকতে পারে। অঙ্কের মাষ্টার থাকতে পারে, ভূগোলের মাষ্টার থাকতে পারে, কিন্তু হেডমাস্টার তো দরকার। সব ধরনের মাষ্টার আছে, হেডমাস্টার নেই। আমাদের একজন হেড কোচ অবশ্যই দরকার।’ কিন্তু হেড কোচ নিয়োগে কতদূর এগোল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? আশার  কোনো আলো দেখালেন না বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বিভিন্ন  সোর্সে আমরা চেষ্টা করছি হেড কোচ নিয়োগে। বাংলাদেশের জন্য যে ধরনের কোচ দরকার  সে ধরনের একজনকে নিয়োগ দিতে চাওয়াতেই দেরি হচ্ছে। হুট করে আমরা কাউকে নিয়োগ দিতে চাচ্ছি না। কিছু অপশন আমাদের হাতে এখনো আছে। কিন্তু যারা আছে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ দলের সাথে মানিয়ে নিতে পারবেন না।’ বিশেষ সূত্রে  জানা গেছে, কোচ হতে মানা করে দেওয়া জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে আবারো যোগাযোগ করেছে বিসিবি। এবং দ: আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্যারি কারস্টেনের সঙ্গে কথাবার্তা বলছে বিসিবি। কিন্তু এখনো কিছু চূড়ান্ত করছে না বিসিবি। তবে কোচ নিয়োগে কোনো গাফিলতি করছে না বিসিবি। জালান ইউনুস বলেন, ‘এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হলো বাংলাদেশ দলে একজন প্রধান কোচ নিয়োগ  দেওয়া। হেড কোচ নিয়ে আগে েেথকেই আমরা সিরিয়াস। এটা কিন্তু খেলোয়াড়রাও অনুভব করছে। কয়েকদিন আগে কয়েকজন সিনিয়র ক্রিকেটার বলছিল যত শিগগির সম্ভব হেড  কোচের প্রয়োজন আছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ