বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

তিনশত রান চেজ করা সম্ভব : মিরাজ

স্পোর্টস রিপোর্টার : ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে। কারণ দ্বিতীয় দিন শেষে ৩১২ রানের লিড নিয়েছে লংকারনা। গতকার দলটি ৮ উইকেটে ২০০ রান করে দিন পার করেছে। আজ দলটি তৃতীয় দিনে হাতে দুই উইকেট নিয়ে ব্যাট করতে নামবে। ফলে জয়ের জন্য টাইগাররা যে কঠিন টার্গেট পাচ্ছে তা বলাই যায়। তবে মেহদী মিরাজ আতœবিশ্বাসী তৃতীয় দিন সকালে দ্রুত শেষ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরতে। গতকাল ম্যাচ শেষে সংাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শ্রীলংকায় ২০০ প্লাশ রান চেজ করে আমরা একটা ম্যাচ জিতেছি, এবার দেশের মাটিতে ৩০০ প্লাস রান ব্যাটসম্যানরা একটু দ্বায়িত্ব নিয়ে খেললেই জেতা সম্ভব।’ প্রথম ইনিংসে মাত্র তিন রানে শেষ পাচ উইকেটের পতন হযেছিল বাংলাদেশের। তার পরও ম্যাচ নিয়ে মিরাজ আাশাবাদী। মিরাজ বলেন, ‘প্রথম ইনিংসে যা হয়েছে তা ভুলে গিয়ে টপঅর্ডারের সবাই রান করতে পারলে টার্গেট যাই হোক তা চেজ করা যাবে।’ ঢাকা টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট। গতকাল দ্বিতীয় দিনেও পড়েছে ১৪ উইকেট। উইকেট নিয়ে মিরাজ বলেন,‘ দ্বিতীয় দিনে উইকেটে তেমন বেশী পরিবর্তন হয়নি, তবে স্পিনাররা সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর।’ শ্রীলংকাকে দ্বিতীয় ইনিংসে কতরানে আটকানো সম্ভব জানতে চাইলে মিরাজ বলেন,‘ প্রথম ইনিংসে শ্রীলংকা ২২২ রান করেছে, দ্বিতীয় ইনিসে এরচেয়ে কম রানে তাদের আটকানো সম্ভব।’ বাংলাদেশের ১১০ রানে অলআউট হওয়া নিয়ে মিরাজ বলেন,‘লংকান স্পিনাররা নির্দিষ্ট একটা জায়গায় বল করে আমাদের রানের গতি থামিয়ে দিয়েছেন। আবার ব্যাটিংয়ের সময় লংকান ব্যাটসম্যানরাও সতর্ক ছিল। তারা খুব একটা সুযোগ দেয়নি বোলারদের।’

অনলাইন আপডেট

আর্কাইভ