বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আরএফএল ইলেকট্রনিকস’কে দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে সিডিসি

 

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড’কে এক কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যের বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা-সিডিসি। বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সাত বছর মেয়াদি এ ঋণ সহায়তা দেয়া হচ্ছে।  বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও সিডিসি’র হেড অব কর্পোরেট (ঋণ) রিচার্ড পালমার এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।  সিডিসির পাশাপাশি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ আরএফএল ইলেকট্রনিকস’কে আরও ৩০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে। এর ফলে সবমিলে এক কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা পাচ্ছে আরএফএল ইলেকট্রনিকস। 

ভিশন ব্র্যান্ড নামে টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন, ফ্যানসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছে আরএফএল ইলেকট্রনিকস। নতুন করে দীর্ঘমেয়াদি এ বিনিয়োগের ফলে আরও ১৫০০ কর্মসংস্থান হবে। প্রেস বিজ্ঞপ্তি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ