শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হতাশা নিয়েই দেশে ফিরলো সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেও হারলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। আর পরাজয়ের হতাশা নিয়েই দলটি গতকাল বুধবার সকালে সাড়ে ১১টায় শ্রীলংকান এয়ারওয়েজে করে দেশে ফিরেছে। ঢাকায় এসেই সাইফে হয়ে ধারে খেলতে যাওয়া আট ফুটবলার ফিরবেন চট্টগ্রাম আবাহনীতে। প্রস্তুতি নিবেন স্বাধীনতা কাপের। শনিবার শেখ রাসেলের সঙ্গে তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়ন বন্দর নগরীর দলটি।এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের হোম ম্যাচের হারার পর অনেক স্বপ্ন নিয়েই মালদ্বীপে গিয়েছিলো সাইফ। কিন্তু মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কাছে ফিরতি ম্যাচে ও দলটি হারলো ৩-১ গোলে। মালের রাসমে ধান্দু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধটা ছিলো প্রতিদ্বন্ধীতাপূর্ন। ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গেলে ও দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। শুরুটা আক্রমন পাল্টা আক্রমনে হলেও নিজেদের মাঠ ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় টিসি স্পোর্টস। সতীর্থের কর্নারে আনাতোলি ভ্লাসিসেভের হেড জালে জড়ায়। প্রথম লেগেও টিসিরে জয়ে একমাত্র গোল করেছিলেন কিরগিজস্তানের এই মিডফিল্ডার।দশ মিনিট পর সমতায় ফেরে সাইফ। ডান দিক থেকে মিডফিল্ডার জামাল ভূইয়ার কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির হেড এক ড্রপ খেয়ে ঠিকানা খুঁজে পায়।

প্লে-অফে উঠতে হলে কমপক্ষে ২-১ ব্যবধানে জিততে হতো সাইফ স্পোর্টিংকে। কিন্তু শেষ দিক আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৮৪ ও ৮৯ মিনিটে ভ্লাসিসেভ আরও দুই গোল করে হ্যাটট্রিকের বৃত্ত পূরণ করলে মূলপর্বে ওঠার প্লে-অফে খেলা নিশ্চিত করে নেয় টিসি স্পোর্টস।ফলে এএফসি কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় পর্বে হেরেছে প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় খেলা দলটি।হোম অ্যান্ড অ্যাওয়ে এই দুই ম্যাচ মিলে ৪-১ গোলে জিতে পরবর্তী রাউন্ডে উঠলো টিসি স্পোর্টস। মালদ্বীপের ক্লাবটি গত ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পায়।

অনলাইন আপডেট

আর্কাইভ